নতুন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় রণবীর কপূর। 'ব্রহ্মাস্ত্র' ছবির পরিচালকই তাঁর ছবির নায়ককে নিয়ে এসেছিলেন বাড়ির পুজোয়। ভোগ থেকে শুরু করে আড্ডা, পুজোর ছন্দে মেতে ওঠেন রণবীরও। নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো বলে যেটি পরিচিত, তা আসলে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো প্রত্যেক বছরই তারকা সমাগম হয় এই হাই প্রোফাইল পুজোয়, হাজির থাকেন কাজল, রানি মুখোপাধ্যায় ও অন্যান্য তারকারাও। আজ সাদা পাজামা কুর্তায় হাজির হয়েছিলেন রণবীর, পরেছিলেন সাদা সুতোর কাজ করা জহর কোটও। তবে এদিন রণবীরের পাশে দেখা গেল না আলিয়াকে। সম্ভবত সুরক্ষা বজায় রাখতেই ভিড়ে আসেননি তিনি। এদিন ভোগ খান রণবীর, ভক্তিভরে প্রণাম করে আশীর্বাদও নেন দেবীর থেকে। কেবল রণবীর নন, এদিন পুজোয় হাজির হয়েছিলেন মৌনী রায়, অনুরাগ বসুরাও।