মায়ানগরীর চাকচিক্যের মধ্যে একটুকরো সাবেকিয়ানা
আরব সাগরের তীরে এক টুকরো বাংলাই
দুর্গাপুজোয় এমনই ভোলবদল মুম্বই শহরের
নেপথ্যে অবশ্যই মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা
বাংলার পুজোকে মুম্বই নিয়ে গিয়েছিলেন তাঁরাই
আজ তা সর্বাত্মক আকার ধারণ করেছে
কাজ, রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়রা থাকেনই
বলিউডের তাবড় তারকারাও ভিড় করেন সেখানে
পুজো-অর্চনা, প্রসাদ বিতরণ, খাবার পরিবেশন করেন
একছাদের নিচে চাঁদের হাট বসে প্রতি বছর
এ বছরও অন্যথা হল না, জমে উঠল পুজো