হালকা পিচরঙা ঝলমলে লেহঙ্গা, খোলা চুল, 'আদিপুরুষ'-এর টিজার লঞ্চ অনুষ্ঠানে ঝলমল করছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন নায়ক প্রভাসের হাতে হাত রেখে মঞ্চে এলেন 'জানকি' কৃতি কৃতির পাশেই সাদা লম্বা কুর্তায় হাজির ছিলেন প্রভাস। ছবির নায়ক। টিজার লঞ্চ অনুষ্ঠানে চোখে পড়ল নায়ক নায়িকার রসায়ন, উচ্ছসিত অনুরাগীরাও। 'আদিপুরুষ'-এর টিজারে প্রকাশ্যে আসার পরেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে এই ছবির গ্রাফিক্স বা ভিএফএক্সের কাজ নিয়ে আদিপুরুষে কাজ করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন কৃতি ও প্রভাস। বলিউডের হাওয়ায় এই খবর থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। শ্যুটিং ফ্লোরেই নাকি একে অপরের সঙ্গে গল্পে বেশ স্বচ্ছন্দ ছিলেন প্রভাস ও কৃতি তবে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কৃতি ও প্রভাসের মধ্যে কোনও রকম প্রেমের সম্পর্ক নেই। অপরের প্রতি অনুভূতি রয়েছে দুই তারকারই। কিন্তু সম্পর্কের বিষয়ে তাড়াহুড়ো করতে চান না নায়ক নায়িকা। টিজার লঞ্চের অনুষ্ঠানে প্রভাসের হাতে হাত রেখে হাজির হন কৃতি। অনুরাগীদের আশা, এই রসায়ন ম্যাজিক দেখাবে পর্দাতেও।