আজ থেকে শুরু হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান, বাড়ি সাজছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আজ মেহেন্দির অনুষ্ঠান, একে একে হাজির হচ্ছেন অতিথিরা রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ক্যামেরাবন্দি হন করিশ্মা কপূর ও করিনা কপূর খান সোমবার থেকেই কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠেছে আলোয়, বিয়ের পর এখানেই নতুন সংসার পাতবেন রণবীর ও আলিয়া সূত্রের খবর, 'বাস্তু'-তেই বিয়ে সম্পন্ন হবে, পাপারাৎজিদের প্রবেশ এড়াতে রণবীর কপূরের বাড়ি 'বাস্তু'তে পর্দা লাগিয়ে দেওয়া হয় রণবীর কপূর - আলিয়া ভট্টের বিয়েতে হাজির হতে দেখা যায় কর্ণ জোহরকে জানা গেছে, আজ রণবীরের বাড়িতে ঋষি কপূরের স্মরণে একটি পুজোর আয়োজন করা হয়েছে সেখানেই পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের দেখা যায়, উপস্থিত হতে দেখা যায় অন্যান্য তারকাদের রণবীর কপূরের মা নীতু কপূর, দিদি ঋদ্ধিমা কপূর সাহনি বান্দ্রায় রণবীরের 'বাস্তু' বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হন মাঝে রণবীর-আলিয়ার বিয়ে পিছিয়ে যাচ্ছে বলেও নানা খবর শোনা গিয়েছিল