বৃহস্পতিবার সকালে, মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তারকা দম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্ট। স্টাইলিশ দম্পতি পোজ দিলেন পাপারাৎজিদের জন্য। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। কালো শার্ট, প্যান্ট ও চোখে কালো রোদচশমা, মিষ্টি লুকে ধরা দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। সঙ্গে পরেছিলেন সাদা স্নিকার্স। অন্যদিকে, রণবীর কপূরকে দেখা গেল হালকা নীল রঙের শার্ট, প্যান্ট ও সাদা স্নিকার্সে। তাঁরও চোখে কালো সানগ্লাস। সকলের নজর কাড়ে রণবীরের 'ক্লিন শেভেন' লুক। লম্বা দাড়ি গোঁফের চিহ্ন মাত্র নেই মুখে। রণবীরের নতুন এই লুকের প্রশংসা করতে শোনা যায় পাপারাৎজিদের। একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে শোনা যায়, ছবি তুলতে তুলতে চিত্রগ্রাহকরা বলছেন, 'সুন্দর লুক'। এর উত্তরে রণবীর কপূর বলেন, 'কার লুক?' পাপারাৎজিরা সঙ্গে সঙ্গে নাম নেন রণবীরের। এরপরেই হাসি মুখে কপূর-পত্নীর প্রশ্ন, 'আর আমার লুক?' রণবীর ও আলিয়ার এয়ারপোর্ট লুক সোশ্যাল মিডিয়ায় বিপুল লাইক, কমেন্ট ও প্রশংসা পেয়েছে। এক অনুরাগী লেখেন, 'রণবীর যখন আলিয়াকে জড়িয়ে ধরেন তখন রীতিমতো লজ্জা পাচ্ছিলেন নায়িকা'। অপর একজন লেখেন, 'হিট জুটি'। সূত্রের খবর, রণবীর ও আলিয়া, অনুরাগীদের প্রিয় রণালিয়া, পাড়ি দিয়েছেন দুবাইয়ের উদ্দেশে, ছুটি কাটাতে।