রবিবাসরীয় ইডেন সাক্ষী থাকল রণবীর কপূর আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যাচের দ্বৈরথের রবিবার কলকাতা সফরে আসেন রণবীর কপূর, সেখানে এসেই ইডেনে হাজির রণবীর। তু ঝুট্টি ম্যায় মক্কর ছবির প্রচারে এসে ক্রিকেটও খেললেন রণবীর আর রণবীর সৌরভের এই ম্যাচই যেন উস্কে দিল সৌরভের বায়োপিকে রণবীরের অভিনয়ের জল্পনা। তবে সিনেমা ছাড়া সৌরভের বায়োপিকের বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রণবীর। ৮ মার্চ বড়পর্দায় আসতে চলেছে রণবীরের নতুন সিনেমা 'তু ঝুটি ম্যায় মক্কার' , তাঁর বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কপূরকে আসন্ন সিনেমার আদলে রণবীরের দলে নাম রাখা হয়েছিল রণবীরস মক্কার, আর সৌরভের দলের নাম সৌরভস ঝুটি দুই তারকাকে চাক্ষুষ করতে ইডেনে অনেক অনুরাগীই ভিড় জমিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভের বায়োপিক তৈরি হতে চলেছে। রণবীরের আসন্ন ছবির প্রযোজক সংস্থা লভ রঞ্জনই সেই সিনেমারও প্রযোজনা করবে সৌরভ যে এই সিনেমার চিত্রনাট্য পড়তে মুম্বইয়ে উড়ে গিয়েছিলেন, তা এবিপি লাইভেই সর্বপ্রথম জানানো হয়েছিল।