মায়ের প্রশংসায় রণবীর ঋষির শেষ সময়ে স্তম্ভের মতো ছিলেন নীতু ছবি শেষ করতে পারেননি ঋষি ‘শর্মাজি নমকিন’ ছবির প্রচারের দায়িত্বে এখন রণবীরই ঋষির বিকল্প হওয়ার চেষ্টা প্রস্থেটিকও ব্যবহারের কথা ভাবা হয় কিন্তু ঋষির জায়গায় মানায়নি তাই ছবির প্রচারই সামলাচ্ছেন রণবীর ক্যানসার নিয়ে উদ্বেগ ছিল না চিন্তা ছিল, কাজ পাবেন কি না অভিনয়ে ফিরতে মরিয়া যেনতেন প্রকারে শ্যুটিংয়ে ফিরতে চেয়েছিলেন শেষ সময়ে বাবার পাশেই কিন্তু শোকের তল পাননি আশাবাদী ছিলেন ঋষি চাইনিজ খাবার আর হুইস্কি ফিরে পেতে চেয়েছিলেন শেষরক্ষা হয়নি ক্যানসার মুক্ত হয়েও বাঁচা হয়নি ঋষির বিকল্প পরেশ রাওয়াল ছবির কাজ সম্পূর্ণ করেছেন তিনিই