মুম্বইয়ের পালির রাস্তায় সাইকেল সফরে রণবীর কপূর

সাদা নীল শার্ট পরে একটি স্পোর্টস সাইকেল চালাতে দেখা গেল অভিনেতাকে।

মাথায় নীল টুপি এবং মুকে মাস্ক পরেছিলেন রণবীর, কিন্তু তাঁকে চিনতে ভুল হল না অনুরাগীদের।

সদ্য বাবা হয়েছেন রণবীর, কোলে এসেছে একরত্তি 'রাহা'

হাতে থাকা ছবির কাজ সেরে কিছুদিনের জন্য বিরতি নিতে চান রণবীর

মেয়ের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে কিছুটা সময় কাটাতেই এই সিদ্ধান্ত রণবীরের।

বক্সঅফিসে ভাল ফল করেছে রণবীর আলিয়ার ছবি ব্রহ্মাস্ত্র।

বার্সেলোনার জার্সিতে নাম লিখে মেয়ের নাম প্রকাশ করেছিলেন আলিয়া রণবীর।

আর তাই, রাহাকে খুদে বার্সা ফ্যান বলে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে স্পেনের ফুটবল ক্লাব