আজ ৪৫ পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বিশেষ দিনে অসমের কামাক্ষ্যা মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। গোলাপী চুড়িদারে সেজেছিলেন অভিনেত্রী। করজোরে পুজো দিলেন। গাড়ি থেকে নেমে হাত নাড়েন পাপারাৎজিদেরও। ১৭ মার্চ মুক্তি পেয়েছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। সেই ছবিতে রানির অভিনয় প্রশংসা পাচ্ছে। কামাক্ষ্যা সফরে, অভিনেত্রী বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলিতে, তাঁরা যাঁদের সঙ্গে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারেন তাঁদের সবচেয়ে কাছে থাকা উচিত। তিনি বলেন, 'আমি মনে করি আমার জন্মদিন অত্যন্ত স্পেশ্যাল কারণ এত মাস বা দিন ছেড়ে আমার ছবি এই মার্চেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হল।' তিনি আরও বলেন, 'জন্মদিনে যে পরিমাণ ভালবাসা আমি পাচ্ছি মনে হচ্ছে আমার কেরিয়ারের নতুন শুরু এটা।' তিনি এও বলেন, 'অতিমারীর পর এটাই আমার প্রথম ঠিকঠাক মুক্তি।' রানির কথায়, 'তাই আমি মা কালীর থেকে আশীর্বাদ নিতে চাই, মোদ্দা কথা ওঁকে ধন্যবাদ জানাতে চাই।' 'তবে এও ঠিক, যতই ধন্যবাদ জানাই না কেন, তা কখনওই যথেষ্ট নয়।' জন্মদিনে কামাক্ষ্যা মন্দিরে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে যান রানি মুখোপাধ্যায়।