'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' মুক্তির পরে বিমানবন্দরে ক্যাজুয়াল পোশাকে ক্যামেরাবন্দি রানি মুখোপাধ্যায়। একটি শ্যাওলা রঙের লম্বা ঝুলের ক্যাজুয়াল শার্ট পরেছিলেন রানি, খোলা রেখেছিলেন চুল। তাঁর চোখে ছিল বড় সানগ্লাস, হাতে ববি প্রিন্টের হ্যান্ডব্যাগ। শার্টের সঙ্গে গোড়ালি পেরনো নীল ডেনিম পরেছিলেন রানি, মেকআপও ছিল হালকা। গতকালই জন্মদিন গিয়েছে রানির, এদিন মন্দিরে পুজোও দিয়েছিলেন তিনি। সদ্য মুক্তি পাওয়া ছবির সাফল্যে খুশি রানি, বললেন, 'দর্শকদের ভালবাসায় আপ্লুত।' রানির সঙ্গে এই ছবিতে অনির্বাণ, সৌম্যর মতো একগুচ্ছ বাঙালি তারকাও কাজ করেছেন। নরওয়েতে একখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি ছবি এই 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' রানির মতে, বলিউডের এমন ছবি ভাবা উচিত যা মানুষের মনকে ছুঁয়ে যায় সহজেই। এখনও পর্যন্ত মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ের ব্যবসা প্রায় ৯ কোটি।