ইডেনে জমে উঠেছে রঞ্জি ট্রফির ফাইনাল বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ১৭৪ রান জবাবে সৌরাষ্ট্র তোলে ৪০৪ ২৩০ রানের লিড নেয় সৌরাষ্ট্র জবাবে ব্যাট করতে নেমে ৪৭/৩ হয়ে গিয়েছিল বাংলা সেখান থেকে চতুর্থ উইকেটে ৯৯ রানের পার্টনারশিপ অনুষ্টুপ মজুমদার-মনোজ তিওয়ারির ৬১ রান করে আউট হন অনুষ্টুপ ৫৭ রানে ক্রিজে মনোজ, বাংলা আর ৬১ রানে পিছিয়ে রয়েছে অনুষ্টুপকে ফিরিয়ে উল্লাসে মাতলেন জয়দেব উনাদকট আপাতত দেড়শো রান লিড নেওয়াই লক্ষ্য বাংলার