ইডেন গার্ডেন্সে স্বপ্নভঙ্গ বাংলার রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্র জিতল ৯ উইকেটে এই নিয়ে তিন মরসুমে দুবার ফাইনালে বাংলাকে হারাল সৌরাষ্ট্র বাংলা দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ রানের লিড নেয় এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় সৌরাষ্ট্র রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে ৯ উইকেট নিয়ে বাংলা শিবিরে আঁধার নামালেন জয়দেব উনাদকট, তিনিই ম্যাচের সেরা সাড়ে তিনদিনেরও কম সময় ম্যাচ হারল বাংলা ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই ব্যর্থতার ছবি ওপেনিং সমস্যা গোটা মরসুমে ভোগাল বাংলাকে