রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

পুরানো নোট ও কয়েনের অনলাইন কেনাবেচা নিয়ে সতর্কবার্তা

আরবিআই বিবৃতি দিয়ে সতর্কতা জারি করেছে

বিবৃতিতে বলা হয়েছে, অফলাইন ও অনলাইনে পুরানো নোট ও কয়েন কেনাবেচায়

কিছু অসাধু ব্যবসায়ী আরবিআইয়ের নাম, লোগো ব্যবহার করছে

ওই অসাধু ব্যবসায়ীরা এ ধরনের লেনদেনে

চার্জ, কমিশন ও ট্যাক্স চাইছে

আরবিআই বলেছে, এ ধরনের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক যুক্ত নয়

এ ব্যাপারে কোনও শুল্ক, কমিশন বা চার্জও ধার্য হয়নি

এই লেনদেনে কোনও সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে

দায়িত্বও দেওয়া হয়নি

লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আরবিআই

এই সব অসাধু ব্যবসায়ীদের কারবারের

ফাঁদে পা না দেওয়ার পরামর্শ

এ ধরনের প্রতারনামূলক, কাল্পনিক প্রস্তাব সম্পর্কে

সতর্ক থাকার পরামর্শ আরবিআইয়ের

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে

এ ধরনের কর্মকাণ্ডে আরবিআইয়ের কোনও যোগ নেই