বিশ্বাস, বাড়িতে নিয়মিত সিদ্ধিদাতার পুজো করলে আসে সুখ, সমৃদ্ধি, শান্তি। দূর হয় বিপদ।



ভক্তিভরে গণেশ পুজো করেন যাঁরা, দেখে নিন ধ্যান আর প্রণাম মন্ত্র।
ওঁ / নম : গণেশায় নম:, ওঁ গাং গণেশায় নমঃ - এই মন্ত্রে পূজা পান সিদ্ধিদাতা। বীজমন্ত্র - গং


এছাড়া গণেশের স্ত্রী পুষ্টি এবং বাহন মূষিকের পূজাও করতে হয় । মন্ত্র এরূপ - পুষ্টৈ নম :, মূষিকায় নম : ।



পূজা মন্ত্র - একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। / বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম।।



এছাড়া এই মন্ত্রেও পূজা পান শ্রী গণেশ । ওঁ বক্র তুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভম ।
নির্বিঘ্নং কুরুমে দেব সর্ব কার্যেসু সর্বদা ॥


গণেশ গায়ত্রী মন্ত্র –ওঁ তৎপুরুষায় বিদ্মহে/বক্রতুণ্ডায় ধীমহি/তন্নো দন্তি প্রচোদয়াৎ।



গণেশের ধ্যান মন্ত্র এরূপ - ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং, প্রস্যন্দম্মদগন্ধ-লুব্ধ-মধুপ ব্যালোল-গণ্ডস্থলম্।
দন্তাঘাতবিদারিতারি-রুধিরৈঃ সিন্দুর-শোভাকরং, বন্দেশৈলসুতা-সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।


সিদ্ধিদাতার প্রণাম মন্ত্র এরূপ - ওঁ দেবেন্দ্র-মৌলি-মন্দার মকরন্দ কণারুণাঃ ।
বিঘ্নং হরন্তু হেরম্ব-চরণাম্বুজ-রেণবঃ ।।


এছাড়া বাড়িতে প্রতিদিন গণেশ পূজার চল থাকলে বিধি মেনে ভক্তিভরে পুজো করে নিতেই পারেন
ডিসক্লেমার : প্রদত্ত তথ্যাদি প্রয়োগের আগে প্রয়োজন মত বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং পূজা পদ্ধতি অনুসরণ করুন