জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ফলদাতা ও ন্যায়ের অধিপতি বলে মনে করা হয় শুক্র এবং বুধ ছাড়াও রাহু এবং কেতুও শনির বন্ধুত্বপূর্ণ রাশিচক্রের মধ্যে রয়েছে শনি গ্রহ শতভীষা নক্ষত্রে পাড়ি দিয়েছেন এর ফলে কুপ্রভাব না সুপ্রভাব পড়বে ভাগ্যে? যাঁদের রাশিতে শুভ ঘরের অধিপতি শনি তাঁরা হঠাত্ করেই প্রভূত লাভ পেতে পারেন শনিদেব শতভিষা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ১২টি রাশির সমস্ত চিহ্নের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে শেয়ার বাজারে উত্থান-পতন থাকবে এই রাশিগুলির সম্পর্কে টানাপোড়েনও হতে পারে ব্যবসায়িক সম্পর্ক প্রভাবিত হতে পারে শনি-রাহুর যুগলবন্দিতে পারস্পরিক বিরোধ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে শনি ও রাহুর যুগলবন্দিতে কুপ্রভাবের থেকে সুপ্রভাবই পড়বে বেশি