আচার্য্য চাণক্যর কথা অনুসারে, সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ নিয়মিত করলে কোনও সমস্যা থাকবে না

চাণক্যের মতে, যে ব্যক্তি নিয়মিত এই তিন কাজ করেন, তিনি সবসময় ধনী থাকেন

এই কাজগুলি করলে জীবনে সুখ-শান্তি থাকে

চলুন জেনে নেওয়া যাক, কোন তিনটি কাজ সকালে উঠে করে নিতে হবে

আচার্য্য চাণক্য বলছেন, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ও ধ্যান করে নিতে হবে

এরপরে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে

ঠিক এরপর ভগবানের মালা জপ করে তা শ্রীহরিকে অর্পণ করতে হবে

এরপর ভগবানকে চন্দন পরাতে হবে। তারপর নিজের মাথা ও শরীরেও তা লাগাতে হবে

শেষমেশ মন্ত্র বা শ্লোক লিখে তা শোনা উচিত

যে ব্যক্তি এই তিন উপায় করেন, আচার্য্য চাণক্য অনুসারে, তাঁকে কখনও আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না

Thanks for Reading. UP NEXT

মনোবাসনা হবে পূরণ, সোমবার এভাবে করুন শিবপুজো

View next story