এই বছর শয়ন একাদশীর তিথি শুরু হচ্ছে ১৬ জুলাই। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



ধর্মীয় বিশ্বাস, এই দিন নিদ্রামগ্ন হন ভগবান বিষ্ণু। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



ক্ষীর সমুদ্রে শেষ নাগের শয্যায় ঘুমোতে যান তিনি। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



কার্তিক মাসের প্রবোধিনী একাদশীতে ফের ঘুম থেকে ওঠেন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



শয়ন একাদশী থেকে চর্তুমাস্য ব্রত পালন শুরু হয়। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো বিশেষ ফল দেয় এই তিথিতে। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



ভক্তরা উপোস করে সারারাত্রি ধরে নাম-কীর্তন করেন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



বর্ষাকালের সূচনাও এই দিন থেকে হয়েছিল বলে মনে করা হয়। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



এই চারমাস বিয়ের অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)