ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য প্রণাম করলে তাঁর কৃপা পাওয়া যায়।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)



মহাদেবের আরাধনা করলে প্রসন্ন হন সূর্যদেব।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)



চুনি শরীরে ধারণ করলে সূর্যের অশুভ প্রভাব দূর হয়। (ছবি সৌজন্য - এবিপি নিউজ)



সোনার বা তামার আংটি ও বালাতেও দূর হয় অশুভ প্রভাব। (ছবি সৌজন্য - এবিপি নিউজ)



বেল গাছের মূল লাল সুতোয় বেঁধে শরীরের ধারণ করলেও ভালো ফল মেলে।



প্রতিদিন স্নানের পর সূর্য প্রণামে দূর হয় রোগ ও আর্থিক সমস্যা।



লাল রং প্রিয় সূর্যদেবের। লাল জবা ফুলে অত্যন্ত সন্তুষ্ট হন তিনি।



একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন শরীরে। দূর হবে সূর্যের অশুভ প্রভাব।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।