আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমার উৎসব পালিত হতে চলেছে এবছর গুরু পূর্ণিমার দিনে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে যে শুভ কাজই করুন না কেন তা সফল প্রমাণিত হবে এ বছর ২০ জুলাই বিকেল ০৫.৫৯ মিনিট থেকে রবিবার ২১ জুলাই ০৩.৪৬-এ শেষ হবে সর্বার্থ সিদ্ধি যোগ সকালে ০৫.৩৭ মিনিটে শুরু হবে রাত ১২.১৪ মিনিট পর্যন্ত থাকবে গুরু পূর্ণিমায়, বিশকম্ভ যোগ সকাল থেকে রাত ০৯:১১ পর্যন্ত বজায় থাকবে তার পরে প্রীতি যোগ গঠিত হবে ওই দিন ধনু রাশিতে চন্দ্র থাকবে গুরু পূর্ণিমার উৎসবে দেব গুরু বৃহস্পতির পুজো করুন যাঁদের বৃহস্পতি দুর্বল তাঁদের শিক্ষা লাভে অসুবিধা