জন্মাষ্টমীর দিন আমিষ জাতীয় খাবার খেতে নেই।(ছবি সৌজন্য-পিটিআই)

মাংস ও অন্য আমিষ জাতীয় খাবার খাওয়া পুরোপুরি নিষিদ্ধ।

উপোসের সময় চা বা কফিও খেতে নেই। এতে শরীরের অ্যাসিডিটি তৈরি হয়ে অস্বস্তি বাড়ে।

চা বা কফির পরিবর্তে ডাব, নারকেলের জল বা কোনও ফলের জুস খেতে পারেন।

অনেক ভক্ত আবার এই দিন নির্জলা উপবাস করেন। মাঝরাতে কৃষ্ণের আরাধনা ও পুজো করার পর জল বা ফল খান।

ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য অনেকেই এই তিথিতে উপোস করে থাকেন।

উপোস ভাঙার জন্য সাবুর খিচুড়ি, শ্রীখণ্ড, পঞ্চামৃত ও ফল খেতে পারেন।

Published by: ABP Ananda

জন্মাষ্টমী পালন করার সময় সমস্ত জীবজগতের প্রতি সম্মান জানান। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন।

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-পিটিআই)