লাল জবা ফুল ভগবান গণেশের খুব প্রিয়। এই ফুল দিয়ে পুজো দিলে তিনি শত্রুনাশ করেন ও সমৃদ্ধি দেন।

গণেশকে কুন্দ ফুল দিয়ে পুজো দিলে সংসারে সুখ ও শান্তি আসে।(ছবি সৌজন্য-পিটিআই)

হলুদ গাঁদা ফুল ভগবান গণেশের প্রিয় ফুল। স্বাস্থ্য ভালো রাখতে এই ফুল দিয়ে পুজো দিন।(ছবি সৌজন্য-পিটিআই)

হলুদ রঙের সেবন্তী ফুল অত্যন্ত প্রিয় গণেশের। কু-নজর কাটাতে গণপতিকে এই ফুল দিয়ে পুজো দিন।(ছবি সৌজন্য-পিটিআই)

নীল অপরাজিতা ফুলও পছন্দ করেন ভগবান গণেশ।(ছবি সৌজন্য-পিটিআই)

রাতে ফোটা পারিজাত ফুল গণেশকে নিবেদন করলে সন্তান জীবনে উন্নতি করে।

ফুল না হলেও দুর্বা ঘাস দরকার হয়ে গণেশ পুজোয়।(ছবি সৌজন্য-পিটিআই)

তবে গণেশকে কখনও তুলসি পাতা দিতে নেই। এতে তিনি অসন্তুষ্ট হন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।