মা মনসা পুজোর দিন আরাধনা করা হয় অষ্টনাগেরও। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



দেবীর মাথার উপর অবস্থান করেন অষ্টনাগ। (ছবি সৌজন্য- পিটিআই)



বাসুকী, অনন্ত, মহাপদ্ম, পদ্ম,তক্ষক, কুলীর, কর্কট ও শঙ্খ হলেন অষ্টনাগ। (ছবি সৌজন্য- গেটি)



অষ্টনাগ অর্থে অষ্টসিদ্ধির পাশাপাশি অষ্টপাশও বোঝায়। (ছবি সৌজন্য- পিটিআই)



সাপ দেখে যেমন ভয় তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত জীবন। (ছবি সৌজন্য- পিটিআই)



ধর্মীয় বিশ্বাস, নাগরূপী অষ্টপাশের পুজোয় ভয়কে জয় করা যায়। (ছবি সৌজন্য- পিটিআই)



কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপ, তাই তাঁর পুজো করলে সেটি জাগ্রত হয়। (ছবি সৌজন্য- পিটিআই)



মন থেকে খারাপ চিন্তা দূর করার জন্যও অষ্টনাগের পুজো অত্যন্ত কার্যকরী। (ছবি সৌজন্য- পিটিআই)



মা মনসার সঙ্গে অষ্টনাগের আরাধনা করলে শুভচিন্তার উদ্রেক হয়। (ছবি সৌজন্য- পিটিআই)



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিটিআই)