মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিবমহাপুরাণ অনুসারে মহাশিবরাত্রির রাতেই মহাদেব মহা তাণ্ডব নৃত্যে রত হন। মনে করা হয়, এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। মহাশিবরাত্রিতে শিব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন। এবার মহাশিবরাত্রি পালিত হবে সূর্যোদয় ধরে অর্থাৎ ৮ মার্চ। মহা শিবরাত্রিদের চার প্রহরে চাররকম জিনিস দিয়ে অভিষেক করা হয়। ভগবান শিব ফুল , বেলপাতা, জলেই তুষ্ট। কিন্তু কয়েকটি জিনিস একেবারেই নিবেদন করা যাবে না। যেমন শিবঠাকুরকে তুলসি দিয়ে পুজো দেওয়া ঠিক নয়। তুলসি নারায়ণকে নিবেদন করা হয়। মহাদেবকে সিঁদুর নিবেদন করা যাবে না। সিঁদুর মাখানো কিছুই নিবেদন করা যাবে না। মহাদেবকে লাল ফুল নিবেদন করা যাবে না। লাল জবা বা কেতকী দেওয়া যাবে না। শিবলিঙ্গে ডাব বা নারকেলের জল নিবেদন করা যাবে না।