ফুল আমাদের বিশ্বাস ও আবেগের প্রতীক প্রতিটি ফুলের নিজস্ব গুরুত্ব রয়েছে পুজোয়

বলা হয় ফুলের সুবাস বায়ুমণ্ডলকে এতটাই বিশুদ্ধ করে যে ঈশ্বরের আশীর্বাদ সহজেই পাওয়া যায়

প্রতিটি ফুলের একটি বিশেষ সুগন্ধ ও বিশেষ তাৎপর্য রয়েছে

জেনে নেওয়া যাক পুজয় ফুলের গুরুত্ব কী গ্রহের সঙ্গে বিভিন্ন ফুলের সম্পর্ক কী

গাঁদা ফুল বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত ভগবান বিষ্ণুকে হলুদ গাঁদা ফুল অর্পণ করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

লাল গোলাপ মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত দেবী লক্ষ্মীকে নিয়মিত গোলাপ নিবেদন করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হয়

পদ্ম ফুল একটি সম্পূর্ণরূপে ঐশ্বরিক এবং আধ্যাত্মিক ফুল হিসাবে বিবেচিত হয় একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণকে দুটি পদ্ম ফুল নিবেদন করলে ইচ্ছেপূরণ হয়

জবা ফুল সূর্য দেবতাকে অর্পণ করলে শুভ শত্রু ও প্রতিপক্ষের হাত থেকে মুক্তি পাওয়া যায়

Thanks for Reading. UP NEXT

গঙ্গায় নারকেল নিবেদন করেন? নিয়মে সামান্য ভুলেই বিপদ

View next story