'আজ সবার রঙে রঙ মেশাতে হবে' দেশজুড়ে পালন করা হয় এই হোলি

বাংলায় দোলপূর্ণিমায় এই উৎসব হলেও দেশজুড়ে দোল পূর্ণিমার পরের দিন হোলি পালন হয়

বিশ্বের বৃহত্তম রঙের উৎসব এই হোলি কেন পালন করা এই উৎসব?

কৃষ্ণ-রাধার রঙ খেলার কিংবা বিষ্ণুভক্ত প্রহ্লাদের কাহিনী শোনা যায়

বৃন্দাবনে তাই এই হোলি অন্যতম উৎসব ৬ দিন ধরে এই উৎসব পালন হয় সেখানে

বাংলায় দোলের প্রবর্তন করেছিলেন শ্রী চৈতন্যদেব, এমনটাই মনে করা হয়

অশুভ যা কিছু থাকে জীবনে তা রঙ দিয়ে রাঙিয়ে শুভ করে তুলতেই এই উৎসব

Thanks for Reading. UP NEXT

সরস্বতী পুজোতে ৪ রাশির খুলবে কপাল?

View next story