এবছর রাম নবমী পড়েছে ১৭ এপ্রিল। অধর্মের নাশ করে, ধর্ম প্রতিষ্ঠার প্রার্থনা নিয়ে এদিন শ্রীরামের পুজো করেন ভক্তরা। বিশ্বাস অনুসারে, এই দিন জন্মগ্রহণ করেছিলেন দশরথ-নন্দন শ্রী রাম। তিনি ভগবান বিষ্ণুর মানব অবতার। রাম নবমীতে দিনব্যাপী রবি যোগ থাকবে। এই যোগে পুজো বা নতুন কোনও কাজ শুরু করলে তা সিদ্ধ হবে বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবার শ্রী রাম নবমীতে কয়েকটি রাশির জাতকরা ভগবান রামের পুজো করলে বিশেষ আশীর্বাদ পাবেন। জ্যোতিষশাস্ত্রে, মীন রাশিকে শ্রী রামের সবচেয়ে প্রিয় রাশি হিসাবে বিবেচনা করা হয়। রাম নবমী পালনে মীন রাশির জাতক জাতিকারা জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। রাম নবমী পালনে মীন রাশির জাতক জাতিকারা জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। সমাজে সম্মানও বাড়বে। লক্ষ্যে পৌঁছতে পারবেন। ভাল কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। তুলা রাশির লোকেরাও রঘুপতির প্রিয় বলে বিবেচিত হয়। শ্রী রামের কৃপায়, তারা সাহসের সাথে প্রতিটি সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয়।