মা সারদার উপদেশ ও উক্তি আজওঅনেকের জীবনে ধ্রুবতারা ন্যায়।



সকলকে কাছের করে নিতে সারদা মা বলেছিলেন, “আমি সতেরও মা, অসতেরও মা।”



তিনি রামকৃষ্ণদেবের পত্নী ও সাধনসঙ্গিনী, তবে তিনি হয়ে উঠেছিলেন সকলের মা।



জীবনে শান্তি রাখতে মায়ের উপদেশ মেনে চললে জ্বালা জুড়োত অনেকেরই।



মা বলতেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে?



সৎ-অসৎ কাউকে ফেরাননি। যে একবার ‘মা’ বলে আশ্রয় চেয়েছে, তাকেই কোলে তুলে নিয়েছেন তিনি।



জীবনে সকলকে অতি সহজেই দেখিয়েছেন শান্তির পথ।



মা বলতেন, ভালবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না।”



ভালবাসা ও আত্মসমীক্ষাই ছিল মায়ের মূল উপদেশ। অন্যের খুঁত ধরা, অশান্তি পাকানোর আগে নিজের দিকে তাকাতে বলতেন।



“সৎসঙ্গে মেশো, ভাল হতে চেষ্টা কর, ক্রমে সব হবে।”



মায়ের সবথেকে বড় উপদেশ, যদি শান্তি চাও, মা, কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের।