মন্দ কাজে সবর্দা মন যায়? কী করলে মনকে ইতিবাচক দিকে চালনা করবেন? পথ দেখিয়েছেন মা সারদা

মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে

যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি ,কুযোগাযোগ তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে আসে সব । তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন

যে ঠাকুরকে একবার ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরের উপর বিশ্বাস রাখবে, সংসারে মা-বাপ ছেলেদের আশ্রয়স্থল তিনিই

ধ্যান-জপে র একটা নিয়মিত সময় রাখা খুব দরকার যতই গোলমাল হোক , নিয়ম রাখা খুব দরকার

ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে ... দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নিয়েছেন

মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজে মন এগোতে চায় না

সে জন্য ভালো কাজ করতে গেলে আন্তরিকভাবে খুব যত্ন রেখে সে কাজে এগোনো উচিত

Thanks for Reading. UP NEXT

তুলসি গাছ আছে বাড়িতে ? এই নিয়ম না মানলে লাভের বদলে বিরাট ক্ষতি

View next story