মানব জীবনের লক্ষ্য হল চরম বাস্তবতার উপলব্ধি যা একাই মানুষকে পরম পরিপূর্ণতা ও চির শান্তি দিতে পারে। এটাই সব ধর্মের সারমর্ম। অজ্ঞতা দ্বারা সৃষ্ট অহংবোধ , সমস্ত দুঃখের মূল কারণ । যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে? শ্রীরামকৃষ্ণের শাশ্বত বাণী, ‘যত মত তত পথ।’ অর্থাৎ ঈশ্বর লাভের নানা পথ। কিন্তু লক্ষ্য এক - ঈশ্বরলাভ। ঠাকুর বলেছিলেন, একঘাটের জল হিন্দুরা খায়, বলে জল; আর একঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার; আর একঘাটে মুসলমানেরা খায়, বলে পানি। সব পথ দিয়ে তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ ‘আমি’ রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। সংসারে থেকে কি ঈশ্বরলাভ সম্ভব? ঠাকুর বলেছেন - জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তা হলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসারভাব না থাকে।