দেখে নিন শনিদেবকে প্রসন্ন করার ১০ মহা উপায়
ফটো - এবিপি লাইভ এআই


সৎ এবং সৎকর্মকারীদের উপর বড়ঠাকুরের প্রসন্নতা সদা বজায় থাকে।
ফটো - এবিপি লাইভ এআই


শনিদেবকে প্রসন্ন করার জন্য মনে সর্বদা থাকুক সদাচার ভাব।
ফটো - এবিপি লাইভ এআই


যাদের সত্যি প্রয়োজন এবং গরিব মানুষকে সাহায্য করলে প্রসন্নতা পাবেন বড়ঠাকুরের
ফটো - এবিপি লাইভ এআই


শনিদেবের পুজো অবশ্যই করুন। সঙ্গে পুজো করুন ভগবান শঙ্করেরও।
ফটো - এবিপি লাইভ এআই


বিশ্বাস, কুকুরকে সেবা করলে সন্তুষ্ট হন বড়ঠাকুর। তাই বিশেষ সেবার আয়োজন করতে পারেন
ফটো - এবিপি লাইভ এআই


বড়ঠাকুরের পুজোর বিশেষ মন্ত্র পাঠে সন্তুষ্টি। মনে নিয়ে আসতে হবে ভক্তিভাব
ফটো - এবিপি লাইভ এআই


প্রতি শনিবার বড়ঠাকুরের মন্দিরে গিয়ে অবশ্যই শনিদেবের পুজো করুন। ও কালো তিল সহযোগে সর্ষের তেল নিবেদন করুন
ছবি - পিক্স্যাবে


শনিবার সকালে অশ্বত্থগাছে জলপ্রদান করুন। সন্ধেয় কালো তেল সহযোগে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন
ছবি - পিক্স্যাবে


সৎ মনে-প্রাণে দান, পুণ্য করুন। মিলবে বড়়ঠাকুরের আশীর্বাদ। দান করতে পারেন, কালো বিড়িকলাই, কালো চটি-জুতো, কালো তিল ইত্যাদি



ডিসক্লেমার : এবিপি লাইভ জ্যোতিষ বা বাস্তুু, পূজা-বিধি সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না।
প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।