আইআইটি ইঞ্জিনিয়ার থেকে এখন সন্ত জীবন গৌরাঙ্গ দাস প্রভুর।



মুম্বইয়ের ইস্কন মন্দিরের সঙ্গে জড়িত তিনি।



গৌরাঙ্গ দাস প্রভুর বাণী জীবনের সাফল্য- ব্যর্থতা নিয়ে রাস্তা দেখায়।



আধ্যাত্মিকতার সঙ্গে বাস্তবিক চিন্তার মিশেল ঘটে তাঁর কথায়।



'কঠিন সময়ে স্থির থাকার মত প্রয়োজনে সাহায্য চাওয়াও শক্তির পরিচয়।'



কুরুক্ষেত্রে অর্জুন শিখিয়েছেন সাফল্য আসে মনকে নিয়ন্ত্রণ করার দক্ষতায়।



জীবনে অবাস্তব আশা করলে তা কাচের মতই আঘাতে ভেঙে যাবে।



বেদনা-যন্ত্রণা অন্তিম পথ নয়, যন্ত্রণা আমাদের আরও সমৃদ্ধ করে তোলে।



সাফল্য এমন একটা রেসিপি যাতে মূল স্বাদ লুকিয়ে এর পরিশ্রমে।



গৌরাঙ্গ দাস বলেন, 'একমাত্র নিজের পছন্দই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়'।