প্রায় প্রতিটি বাড়িতেই তুলসি গাছ থাকে। সনাতন ধর্মে, তুলসি গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর কাছে তুলসি খুবই প্রিয়। তাই একে 'বিষ্ণুপ্রিয়া' বলা হয়। মানুষের বিশ্বাস, বাড়িতে তুলসি গাছ রাখলেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। তুলসি গাছ রাখা ও বাঁচানো খুবই সহজ। আর গুণও অফুরান। তবে তুলসির যেহেতু ধর্মীয় গুরুত্ব আছে, তাই তুলসি গাছ লাগানোর বিষয়ে কিছুটা সতর্ক হতে হবে। তুলসি গাছ দক্ষিণ-পূর্ব কোণে লাগানো উচিত নয়। কোনও কাঁটাযুক্ত গাছের সঙ্গে তুলসি গাছ রাখবেন না। রবিবার তুলসি পাতা তোলাও খুব অশুভ বলে মনে করা হয়। তুলসি মাতা রবিবার ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন বলে মনে করা হয়। এমন কাজ পরিবারের সদস্যদের দুর্ভাগ্য ডেকে আনে।