মহিলাদের যে দেশ সবথেকে বেশি সম্মান দেয় সেই পৌঁছায় উন্নতির শিখরে। (ছবি সৌজন্য-পিটিআই)



মহিলাদের অবস্থান দেখেই বোঝা যায় সেই দেশ কতটা এগিয়েছে।



মায়ের থেকে বেশি নিঃস্বার্থ কেউ হতে পারে না বলে মত স্বামীজীর।



ভালো মা হতে গেলে সবার প্রথমে সহানুভূতিশীল হতে হয়। মহিলাদের উন্নতি করতে পারলেই পশু পরিণত হয় মানুষে।



নারীরা যেখানে স্বাধীন সেখানে সবার স্বাধীনতা আছে।



কথায় আছে কুপুত্র যদিও বা হয় কুমাতা কদাপি নয়।



নারীদের মাতৃভাবের উপরই সব থেকে বেশি জোর দিয়েছেন স্বামীজী।



ভারতীয় নারীদের সীতাকে আদর্শ করার কথা বলেছেন বিবেকানন্দ।



ভগিনী নিবেদিতাকে যেভাবে তৈরি করেছিলেন তাতেই নারীদের সম্পর্কে তাঁর মনোভাব স্পষ্ট হয়।



স্বামীজীর মতে, ৫০০ জন পুরুষ পঞ্চাশ বছরে যা করতে পারে, ৫০০ জন নারীর তা করতে সময় লাগে মাত্র কয়েক সপ্তাহ।