সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক রীতি নিয়ম ।



সরস্বতী পুজোয় সকলে শুদ্ধবস্ত্রে পুষ্পাঞ্জলি দেন।



সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে শীতল ষষ্ঠী পালনের রীতিও।



দেবী সরস্বতী শুভ্রবস্ত্রাবৃতা হলেও সরস্বতী পুজো আমাদের কাছে হলুদের উৎসব।



বসন্তের রংয়ের সঙ্গে কোথায় যেন মিলে গিয়েছে পলাশপ্রিয়া আরাধনা।



সরস্বতী পুজোর দিন অনেকেই হলুদ মেখে স্নান করেন। এর কী কারণ?



হলুদে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যা অনেক অসুখের সঙ্গে লড়ে।



ত্বকের সমস্যা, পেটের সমস্যা, চামড়ার দাগ ছোপ, দূর করতে হলুদ খুবই উপকারী।



সকালে কাঁচা হলুদ মধু চিবিয়ে খেলে পেটের সমস্যাও দূর হয়।



কটা কাঁচা হলুদ বেটে মিশিয়ে মুখে লাগালে দিন কয়েকেই ফিরবে জেল্লা।



Thanks for Reading. UP NEXT

শিবপুজোয় এই ৫টি জিনিস একেবারেই ব্যবহার করা যায় না

View next story