শিব পুজোয় তুলসী পাতার ব্যবহার করা উচিত নয়। (ছবি সৌজন্য- পিটিআই)



শিব লিঙ্গ বা তাঁর মূর্তিতে হলুদ লাগালে চন্দ্রের স্থান দুর্বল হয়। (ছবি সৌজন্য- পিটিআই)



লাল রঙের ফুলে পুজো করতে নেই শিবের। (ছবি সৌজন্য- পিটিআই)



সিঁদুর লাগাতে বারণ করা হয়েছে শিবলিঙ্গ বা তাঁর মূর্তিতে। (ছবি সৌজন্য- পিটিআই)



শিব পুজোয় শাঁখ বাজানো নিষিদ্ধ। (ছবি সৌজন্য- পিটিআই)



নারকেল দিয়ে পুজো দিলেও তার জল দেওয়া বারণ। (ছবি সৌজন্য- পিটিআই)



ভাঙা চাল দিতে নেই শিবের পুজোয়। (ছবি সৌজন্য- পিটিআই)



ভাঙা চাল দিতে নেই শিবের পুজোয়। (ছবি সৌজন্য- পিটিআই)



তিন পাতা বিশিষ্ট না হলে বেলপাতা দেওয়া নিষিদ্ধ। (ছবি সৌজন্য- পিটিআই)



শিবের পুজো করলে আমিষ খাবার খেতে নেই। (ছবি সৌজন্য- পিটিআই)



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিটিআই)