বাড়ি ভাড়া নিতে গেলেই এই নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করেন বাড়িওয়ালা।

ভাড়াটের সঙ্গে বাড়িওয়ালার এই চুক্তির মধ্য়েই থাকে সব আইনি বিবরণ।

আপনি কি জানেন কেন এই 'রেন্ট এগ্রিমেন্ট' কেবল ১১ মাসের জন্য করা হয় ?

১১ মাসের জন্য ভাড়ার চুক্তির পিছনে একটি বিশেষ আইন রয়েছে।

এক বছরের কম সময়ের ভাড়া চুক্তি ও ইজারা চুক্তির জন্য ভারতীয় রেজিস্ট্রেশন আইন, ১৯৭০ এর ধারা ১৭(ডি) এর অধীনে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না।

বাড়িওয়ালা ১১ মাসের জন্য 'রেন্ট এগ্রিমেন্ট' করার পিছনে প্রধান কারণ উচ্ছেদ সমস্যা।

অনেক ক্ষেত্রে ভাড়াটিয়া ১ বছরের বেশি বাড়িতে থাকলেই আদালত থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন।

১ বছর বা তার বেশি দিনের চুক্তির কারণে ভাড়াটিয়াকে চলে যেতে বলতে পারেন না।

বাড়িওয়ালাকে নির্দিষ্ট পরমাণের বেশি ভাড়া নেওয়া যাবে না বলতে পারে আদালত।