এলপিজি সিলিন্ডারের দাম থেকে সিএনজি, পিএনজির দাম নির্ধারণ, প্রতি মাসেই বদলে যায় এই বিষয়গুলি। এবারও ৩০ নভেম্বরের পর অনেক পরিবর্তন হতে চলেছে বাজারে।
সময়মতো লাইফ সার্টিফিকেট জমা না দিলে আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে।
৩০ নভেম্বরের মধ্য়ে এই শংসাপত্র জমা দিতে হবে পেনশনহোল্ডারদের। এর জন্য পেনশনহোল্ডাররা ব্যাঙ্কের শাখায় বা অনলাইনে গিয়ে জীবন প্রমাণপত্র জমা দিতে পারেন।
সারা দেশে প্রতি মাসের প্রথম তারিখ বা প্রথম সপ্তাহে সিএনজি ও পিএনজির দাম বেশিরভাগই পরিবর্তিত হয়।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকার গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের (19 কেজি) দাম কমিয়েছে।
যদিও 14 কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এবারও আশা করা হচ্ছে, তেল কোম্পানিগুলো দাম কমাতে পারে।
ব্যাঙ্কছুটির এই দিনগুলিতে আপনি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার বেশিরভাগ কাজের নিষ্পত্তি করতে পারেন।
গত কয়েক মাসে দিল্লি-এনসিআর ও মুম্বইতে সিএনজি ও পিএনজির দাম বেড়েছে। এবার কী হয়, সেটাই আগামী দিনে বলবে সময়।