সুরক্ষিত ভবিষ্যতের সঙ্গে ভাল সুদ চাইলে এই পরিকল্পনায় বিনিয়োগের কথা ভাবতে পারেন।

এই পোস্ট অফিস ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও মাসিক আয় প্রকল্পে (POMIS) টাকা জমা করে প্রতি মাসে উপার্জন করতে পারবেন।

অবসর গ্রহণের পর বড় তহবিল পান বেশিরভাগ চাকরিজীবী। সেই ক্ষেত্রে POMIS স্কিমে বিনিয়োগ করতে পারেন আমানতকারীরা।

আপনি ৪.৫০ লক্ষ টাকার রাখলে প্রতি মাসে ২৫০০ টাকা আয় করতে পারেন।

আপনার যদি তহবিলের পরিমাণ বেশি হয়,তাহলে পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে মাসিক আয় করতে পারেন।

কেন্দ্রীয় সরকার এই মাসিক আয় প্রকল্পের সুদের হার ৬.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করেছে।

POMIS-এ একটি একক অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ৪.৫০ লক্ষ টাকা ও একটি যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে ৯ লক্ষ টাকা জমা করা যেতে পারে।

এই স্কিমে ৯ লক্ষ টাকা জমা করে করলে বার্ষিক ৬.৭ শতাংশ সুদের হার অনুসারে ১ বছরের জন্য মোট সুদ ৬০,৩০০ টাকা হবে।

এই পরিমাণ টাকা প্রতি বছরের ১২ তম মাসে অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রতি মাসের সুদ প্রায় ৫০২৫ টাকা হবে।