ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র রিঙ্কু সিংহ

রিঙ্কু সিংহ কেকেআরের জার্সিতে আইপিএলে খেলেন

নাইট জার্সিতে ৩১ ম্য়াচে ৭২৫ রান করেছেন রিঙ্কু সিংহ

ধারাবাহিক পারফর্মের পুরস্কার স্বরূপ গত বছর জাতীয় দলেও ডাক পেয়েছিলেন এই বাঁহাতি

দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট ও চারটি অর্ধশতরান রয়েছেন রিঙ্কুর আইপিএলে

২০১৮ সালে কেকেআরে রয়েছেন রিঙ্কু, গত মরশুমে ৫৫ লক্ষ টাকা দরে খেলেছিলেন রিঙ্কু

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা রিঙ্কুর জীবন বদলে দেয়

সূত্র মারফৎ নতুন মরশুমের আগে রিঙ্কুর জন্য কেকেআর ৪ কোটির ওপর অর্থ ব্যয় করছে

দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত রিঙ্কুর গড় ৯০-এর কাছাকাছি

টি-টোয়েন্টি, ওয়ান ডে-র পর এবার টেস্টেও রিঙ্কুকে দলে ঢোকানোর দাবি উঠছে