কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি টেস্ট ক্রিকেট খেলার নেপথ্যে পরিশ্রমকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি কোহলি বলেছেন, 'আমার টেস্ট খেলাটা ভাগ্যের জোরে নয়। প্রচুর পরিশ্রম করেছি।' কোহলি বলেছেন, 'আমার হৃদয় দিয়েছি টেস্ট ক্রিকেটকে। গর্বের সঙ্গে সেটা বলতে পারি।' কোহলি বলেছেন, 'এখনও দেশকে অনেক ম্যাচ জেতাতে চাই।' ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পরের ১১ বছর বিশ্বক্রিকেটকে শাসন করেছে কোহলির ব্যাট একশো টেস্ট খেলবেন, কোনওদিন ভাবেননি, জানিয়েছেন কোহলি কোহলি বলেছেন, 'মিথ্যে বলব না, স্নায়ুর চাপ থাকবে।' স্ত্রী অনুষ্কা শর্মাকেও কৃতিত্ব দিয়েছেন বিরাট