ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।

দীর্ঘদিন পরে একা সফর করছেন ঋতাভরী।

দুবাইয়ের ক্যাফে থেকে ঋতাভরীর শেয়ার করা প্রিয় খাবারের ছবি

ছবির ক্যাপশানে রয়েছে কফির উল্লেখ, মি টাইম কাটাচ্ছেন ঋতাভরী।

কালো পোশাকে একটা কফিশপে বসে রয়েছেন ঋতাভরী।

কালো রোদচশমা চোখ ঢেকেছেন, সামনে প্রিয় কফি আর খাবার। ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'কফি এবং আরও অনেক কিছু।

সামনেই নতুন ছবির শ্যুটিং। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় সেই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা।

ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে তার আগে ছুটি কাটিয়ে শহরে ফিরতে চান তিনি।

কিছুদিন আগেই শিকাগো থেকে ফিরেছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী

সদ্য দীর্ঘ অসুস্থতা কাটিয়ে উঠেছেন তিনি। শরীর ঠিক হতেই নায়িকার ডেস্টিনেশন সোজা দুবাই।