পুজোর ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে ঋতাভরী চক্রবর্তী, রয়েছে বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনের ব্যস্ততাও। তবে কাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাতে ভালোবাসেন ঋতাভরী চক্রবর্তী রান্না করতে ভালোবাসলেও, এবার পুজোয় পরিবারের সঙ্গে বাইরেই খাবার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। স্কুলের খুদেদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেই পুজো শুরু হবে ঋতাভরীর। পুজোয় আনারকলি সালোয়ার কামিজ বা শাড়িতেই সাজবেন ঋতাভরী চক্রবর্তী। এইবছর দমদম দক্ষিণপাড়ার পুজোর মুখ ঋতাভরী, অষ্টমী কাটবে সেখানেই এইবছর পুজোয় সোনার গয়নায় সাজবেন ঋতাভরী, সঙ্গে মানানসই শাড়ি। এইবছর পুজোয় তথাগত চট্টোপাধ্যায় ঋতাভরীকে একটি সবুজ ডিজাইনার শাড়ি উপহার দিয়েছেন। পুজোর সমস্ত সাজেই জরুরি হল আরাম , তাই হালকা সাজই পছন্দ ঋতাভরীর। হাঁটাচলা বেশি হয় বলে পুজোর সময় হিল জুতো না পছন্দ ঋতাভরীর