সদ্য বন্ধুদের সঙ্গে আনন্দে মেতেছিলেন ঋতাভরী, প্রতি বছরের মত পার্টির আয়োজন করেছিলেন তিনি। করোনার কারণে ২ বছর বন্ধ ছিল এই পার্টি, ঋতাভরী ও তাঁর প্রিয় বন্ধু রাহুল প্রতি বছরই এই পার্টির আয়োজন করতেন। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে পার্টির ছবি আগেই ভাগ করে নিয়েছিলেন তিনি। আর আজ নিজের ছবি ভাগ করে নিলেন তিনি। পার্টিতে নজরকাড়া কালো গাউনে সেজেছিলেন ঋতাভরী, খোলা চুলে মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। নজর কাড়ছিল তাঁর কানের দুল, হালকা সাজেই অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিতেই যথারীতি কমেন্টের বন্য়া। নেটিজেনরা মুগ্ধ ঋতাভরীর রূপে। পার্টির বিশেষ নামকরণও হয়েছিল। 'হ্যাশট্যাগ আর ফ্যাক্টর'। ঋতাভরী ও রাহুলের নামের ইংরেজি বানানের আদ্যক্ষর দিয়েই অনুষ্ঠানের নামকরণ। এদিনের পার্টিতে হাজির ছিলেন আবীর চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় সহ সিনে দুনিয়া ও ব্যবসায়ী জগতের অনেকেই। ঋতাভরী চক্রবর্তী ফিরছেন বড়পর্দায়। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় শেষ করেছেন 'ফাটাফাটি' ছবির শ্যুটিং। তাঁর বিপরীতে রয়েছেন আবীর।