অর্ণব মিদ্যা পরিচালিত 'সেদিন কুয়াশা ছিল' মুক্তির অপেক্ষায়। সম্প্রতি ছবির গান রেকর্ড করলেন নচিকেতা চক্রবর্তী।

গানটি লিখেছেন, তৈরি করেছেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। নচিকেতার সঙ্গে কাজ করে আপ্লুত তিনি।

রণজয়ের কথায়, 'নচি দার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওঁর সঙ্গে কাজ করার স্বপ্ন আমি বহু বছর ধরে দেখে এসেছি।'

'আমি ওঁর অন্ধভক্ত বললেও কম বলা হয়। ছোটবেলা থেকে নচি দার গান, গানের কথা, সুর সবকিছু ঠোঁটস্থ থাকত।'

'নচি দা আমার কম্পোজিশন গাইছেন, আমার লেখা, আমার সুর করা গান গাইছেন, এটা একটা বিরাট প্রাপ্তি। স্বপ্নপূরণ।'

স্বপ্ন সত্যি হয়েছে পরিচালক অর্ণব মিদ্যার হাত ধরে। তাঁর ছবি 'সেদিন কুয়াশা ছিল'র টাইটেল ট্র্যাক নচিকেতা গাইলেন।

'দারুণ একটা অভিজ্ঞতা। স্টুডিওয় যে কয়েকটা ঘণ্টা ওঁর সঙ্গে কাটালাম সেটা যে কী আনন্দ দিয়েছে বলে বোঝাতে পারব না।'

গানটা নচিকেতার খুবই পছন্দ হয়েছে। বারবার ওঁর মুখ দিয়ে 'কেয়া বাত' বেরিয়ে আসছিল।

বাংলা আধুনিক গানের মাইলস্টোন নচিকেতার কণ্ঠে ছবির টাইটেল ট্র্যাক পেয়ে অভিভূত পরিচালক ও সঙ্গীত পরিচালক উভয়েই।

মূলত তিন গল্পের এক অ্যান্থলজি 'সেদিন কুয়াশা ছিল'। একে একে প্রকাশ্যে এসেছে ছবির একাধিক চরিত্রের প্রথম লুক।