বলিউডের অ্যাকশন কমেডি ঘরানার পরিচালক, রোহিত শেট্টির আজ জন্মদিন রোহিত শেট্টি একাধারে পরিচালক, প্রযোজক ও টেলিভিশন সঞ্চালক ১৭ বছর বয়সে শুরু অজয় দেবগণের 'ফুল অউর কাঁটে' ছবিতে সহ পরিচালক হিসাবে ২০০৩ সালে প্রথম পূর্ণ ছবি পরিচালনা, নাম 'জমীন' ২০০৬ সালে মুক্তি পায় 'গোলমাল: ফান আনলিমিটেড' ২০১১ সালের 'সিঙ্ঘম' তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয় ২০১৩ সালে মুক্তি পায় শাহরুখ - দীপিকা অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস' ২০১৫ সালে 'দিলওয়ালে', পর্দায় ফের আসেন শাহরুখ-কাজল জুটি 'কপ সিরিজ'-এর শেষ দুই ছবি 'সিম্বা' ও 'সূর্যবংশী' সঞ্চালনা: একাধিক 'নন ফিকশন' অনুষ্ঠানের সঞ্চালক করেছেন