১৯৮৭ সালে শেষবার ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন কপিল তার ৩৫ বছর পর দ্বিতীয় কোনও ভারতীয় পেসার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি ভারতের ৩৬তম অধিনায়ক হবেন ৯৩২ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত টেস্টে ভারতের প্রথম অধিনায়ক ছিলেন সি কে নায়ডু ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুরন্ত রেকর্ড বুমরার ইংল্যান্ডে ৮ টেস্টে বুমরা পেয়েছেন ৩২ উইকেট ইংল্যান্ডের মাটিতে ২বার ইনিংসে পাঁচ উইকেট করে পেয়েছেন বুমরা এই খবর পেয়ে উচ্ছ্বসিত বুমরার মা দলজিৎ করোনামুক্ত না হওয়ায় এজবাস্টনে খেলতে পারবেন না রোহিত শর্মা বুমরার স্ত্রী সঞ্জনা জানিয়েছেন, মা দলজিৎ ফোন করে বুমরাকে পরামর্শ দিয়েছেন