আজ জন্মদিন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার সন্তান টুইঙ্কল। তাঁর আসল নাম টিনা যতীন খন্না ববি দেওলের বিপরীত 'বরসাত' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় টুইঙ্কল খন্নার 'কুছ কুছ হোতা হ্যায়'তে রানি মুখোপাধ্যায়ের করা চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন টুইঙ্কল খন্নাকে দেখা গিয়েছে আমির খানের বিপরীতে 'মেলা' ছবিতে। শাহরুখ খানের বিপরীতে 'বাদশা' ছবিতে একাধিক হিট ছবির প্রস্তাব ছেড়েছেন টুইঙ্কল খন্না। ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে সেভাবে সাফল্য পাননি অভিনয় কেরিয়ারে সেভাবে সাফল্য না পেয়ে অন্য পেশা বেছে নেন টুইঙ্কল খন্না। ইন্টেরিয়র ডিজাইনার থেকে লেখিকা হিসেবে সাফল্য পান তাঁর লেখা 'মিসেস ফানি বোনস' বইটি দেশের 'বেস্ট সেলিং বুকস'-এর তালিকায় জায়গা করে নেয়। লেখিকা হিসেবে পাঠকদের মন জিতে নেন অবসর সময়ে বাড়ি সাজাতে এবং বই পড়তে খুবই পছন্দ করেন টুইঙ্কল খন্না রানি মুখোপাধ্যায় থেকে রিমা সেন, করিনা কপূর খানদের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন তাঁরই করা