ABP Ananda


অনুরাগীদের জন্য নতুন উপহার সঙ্গীতশিল্পী রূপম ইসলামের। আসছে নতুন মিউজিক ভিডিও।


ABP Ananda


সৌম্যঋতের কথায় ও সুরে রূপমের নতুন গান 'আবার অরণ্যে'


ABP Ananda


গানে মুখ্যভূমিকায় দেখা যাবে ঋক, আলেকজান্দ্রিয়া টেলরকে।


ABP Ananda


এই গানে উঠে আসবে প্রেম আর বন্ধুত্বের গল্প। থাকবে এক প্রাক্তন প্রেমের কথাও।


ABP Ananda


এই গানে রয়েছেন আত্মদীপ, মৌলিকা, পায়েলও। পরিচালনায় রয়েছেন, জয়ব্রত।


ABP Ananda


উত্তরবঙ্গের মনোরম পরিবেশে এই মিউজ়িক ভিডিওর শ্যুটিং হয়েছে।


ABP Ananda


গানটি মুক্তি পাবে আগামী মাসের, অর্থাৎ ফেব্রুয়ারির ৮ তারিখে, ইউটিউবে


ABP Ananda


রূপমের কথায়, তাঁর সদ্য কাজের মধ্যে এই গানটি তাঁর অন্যতম প্রিয় কাজ।


ABP Ananda


রূপমের আশা, তাঁর অন্যান্য কাজের মতোই এই গানটিও ভাল লাগবে সবার।