অনুরাগীদের জন্য নতুন উপহার সঙ্গীতশিল্পী রূপম ইসলামের। আসছে নতুন মিউজিক ভিডিও। সৌম্যঋতের কথায় ও সুরে রূপমের নতুন গান 'আবার অরণ্যে' গানে মুখ্যভূমিকায় দেখা যাবে ঋক, আলেকজান্দ্রিয়া টেলরকে। এই গানে উঠে আসবে প্রেম আর বন্ধুত্বের গল্প। থাকবে এক প্রাক্তন প্রেমের কথাও। এই গানে রয়েছেন আত্মদীপ, মৌলিকা, পায়েলও। পরিচালনায় রয়েছেন, জয়ব্রত। উত্তরবঙ্গের মনোরম পরিবেশে এই মিউজ়িক ভিডিওর শ্যুটিং হয়েছে। গানটি মুক্তি পাবে আগামী মাসের, অর্থাৎ ফেব্রুয়ারির ৮ তারিখে, ইউটিউবে রূপমের কথায়, তাঁর সদ্য কাজের মধ্যে এই গানটি তাঁর অন্যতম প্রিয় কাজ। রূপমের আশা, তাঁর অন্যান্য কাজের মতোই এই গানটিও ভাল লাগবে সবার।