অনন্তনাগের ওয়াঘমা গ্রামের বিজবেহারার ৩৪ বছরের আমির হুসেন বর্তমানে ভাইরাল প্যারা ক্রিকেটার আমিরের লড়াইয়ের কাহিনি মন ছুঁয়েছে সকলের সেই তালিকায় হাজির স্বয়ং সচিন তেন্ডুলকরও মাত্র আট বছর বয়সে বাবার মিলে এক দুর্ঘটনায় আমির দুই হাত হারান তবে তা আমিরের মনোবল ভাঙতে পারেনি, ২০১৩ সালে থেকে পেশাদার ক্রিকেট খেলছেন আমির সম্প্রতি সচিনের জার্সি পরে তাঁর ক্রিকেট খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে সচিন আমিরের লড়াইয়ে মুগ্ধ, আমিরের নাম লেখা জার্সি চান তিনি দ্রুতই আমিরের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেছেন আমির আমির নিজেও সচিনের সঙ্গে দেখা করার জন্য উচ্ছ্বসিত সচিনের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়াটা তাঁর কাছে স্বপ্নাতীত এবং দারুণ সৌভাগ্যের বলে জানান আমির