অকল্যান্ডে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়লেন সাউদি



প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি



শাহিন আফ্রিদিকে আউট করেই স্পর্শ করলেন বিশেষ মাইলফলক



ম্যাচে সাউদি ২৫ রানের বিনিময়ে চার উইকেট নেন



পাকিস্তানকে ৪৬ রানে পরাজিতও করে নিউজ়িল্যান্ড



১৪০টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান



আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ ১৩০টি উইকেট নিয়ে তালিকায় তৃতীয়



সাউদির সতীর্থ ইশ সোধির দখলে ১২৭টি টি-টোয়েন্টি উইকেট রয়েছে



তালিকায় পঞ্চম শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, তিনি নিয়েছেন ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট



ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে সর্বাধিক ৯৬টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল